ঝাল মরিচ প্রাণঘাতী হৃদ রোগ প্রতিহত করে!Hot pepper
Hot pepper
যারা সপ্তাহে চারদিন ঝাল মরিচ খান তাদের ঝাল মরিচ না খাওয়া ব্যক্তিদের তুলনায় পরবর্তী ৮ বছরের হৃদরোগের মৃত্যুর সম্ভাবনা ৪০ শতাংশ কম। ঝাল মরিচ হৃদ সংবহন রোগ সংশ্লিষ্ট মৃত্যুঝুঁকি ১০০% কমাতে পারে বলে দেখা গেছে। পর্যবেক্ষণমূলক এই সমীক্ষায় অংশ নিয়েছিলেন ২২৮১১জন।
তবে এটা তাদের ক্ষেত্রে প্রত্যক্ষ করা গেছে যারা নিয়মিত সপ্তাহে চারদিন জালমরিচ খেয়েছেন। গবেষকরা বিশ্বাস করেন ঝাল মরিচ ক্যাপসাইসিন বলে যে উপাদান রয়েছে সেটাই হূদরোগ থেকে সুরক্ষা প্রদানের ভূমিকা রাখে।
প্রাণীদের নিয়ে গবেষণায় দেখা গেছে এটি কোলেস্ট্রল এবং রক্তনালী শক্ত হয়ে যাওয়া রোধে সহায়ক ভূমিকা পালন করে।
Tag - হার্টের ব্লক দূর করার উপায়
হার্টের সমস্যা দূর করার উপায়
হার্টের ব্লক দূর করার প্রাকৃতিক উপায়
হার্ট ব্লক দূর করার উপায়
হার্ট ব্লক ভালো করার উপায়
হার্ট ব্লক কি
হার্টের ব্লক খোলার জন্য প্রাকৃতিক চিকিৎসা
হার্ট ব্লক এর লক্ষন
হার্টের ব্লক দূর করুন
হার্টের সমস্যা সমাধানের উপায়
হার্ট ব্লকেজ দূর করার উপায়
হার্ট ব্লকের প্রাকৃতিক চিকিৎসা
হার্ট ব্লক কেন হয়
Post a Comment