স্বপ্নে নামাজ ও বিয়ে করতে দেখলে কি হয়? সকল মুসলিমের জানা উচিত-Quran and Hadis
স্বপ্নে নামাজ ও বিয়ে করতে দেখলে কি হয়? সকল মুসলিমের জানা উচিত!
স্বপ্নে নামাজ ও বিয়ে করতে দেখলে কি হয়? সকল মুসলিমের জানা উচিত! স্বপ্নে যদি আপনি বিয়ে করতে দেখেন অথবা নামাজ পড়তে দেখেন তাহলে ইসলামের বিশেষজ্ঞদের মতে এই স্বপ্নগুলো কোন আলামত বহন করে আপনার জীবনের জন্য তা আমাদের জানা অত্যন্ত জরুরী।
স্বপ্ন ঘুমের ঘরে এক চিন্তা চিন্তা হলেও স্বপ্ন আপনার ভবিষ্যৎ। এইসব স্বপ্নের কোন বাস্তবতা আছে কিনা এ ব্যাপারে ধর্মীয় গবেষক এবং দার্শনিকদের মাঝে কিছু মতপার্থক্য রয়েছে।
স্বপ্নের কথা বলা নিয়ে রাসুল (সা.) যা বলেছেন
- রুহিয়া হে সালেহা বা ভাল স্বপ্ন যা মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে কোন সুসংবাদ হিসেবে যা বিবেচ্য।
- রুহিয়া হে শায়াতিন যা শয়তান কর্তৃক প্রতারণামূলক স্বপ্ন
- রুইয়া হে নাফসানি তথা মানুষের চিন্তা চেতনার কল্পনা চিত্র
এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কেউ ভয় বা খারাপ স্বপ্ন দেখে তা হলে সে যেন তাড়াতাড়ি অজু করে নামাজে দাড়িয়ে যায়। নবীজী বলেন স্বপ্ন হচ্ছে আমার নবুয়তের 46 ভাগের এক ভাগ। স্বপ্ন সত্য হতে পারে যদি রাত বারোটার পরে দেখা হয় এবং ফজরের নামাজের আগ পর্যন্ত কেউ পবিত্র অবস্থায় ডান কাঁধে শুয়ে থাকে। তাহলে খুব দ্রুতই সে স্বপ্ন সত্যি হতে পারে। যদি কেউ স্বপ্নে নামাজ পড়তে দেখা তাহলে তার আশা পূরণ হবে। ইনশাআল্লাহ।
স্বপ্নে নামাজ পড়তে দেখলে যে তার মৃত্যু খুব নিকট, এ কথার দলিল কি?
ReplyDelete
Deleteযদি কেউ শুয়ে নামাজ পড়তে দেখে তাহলে তার মনে করতে হবে তার মৃত্যু খুব শীঘ্রই এসে গেছে। এই ক্ষেত্রে মহান আল্লাহ তাআলাই ভালো জানেন
স্বপ্নে নামাজ কাযা হতে দেখলে কি হয়?
ReplyDeleteআজ আমি নামাজ পড়েছি
ReplyDeleteআমি স্বপ্নে দেখেছি আমি পুর্ব দিকে ফিরে ফজর নামায আদায় করেছি। মনের ভুলে। নামায শেষ হওয়ার পরে বুঝতে পারি যে আমি পশ্চিম নয় পুর্ব দিকে ফিরে আদায় করেছি। এটি কি অর্থ বহন করে।
ReplyDeletethank you so much for your kind Information
ReplyDeleteভাল সপ্নকি মৃত্যুহয়?মন গডা কথাবলেন কেন??
ReplyDeletesir eta just dharona kora hoise.r geani bektigon tader reference diyechen
Deleteআমি স্বপ্নে দেখলাম নামাযের শেষ রাকাতে রুকু দিয়ে সেজদায় যাওয়ার সময় ঢলে আমি পড়ে গেলাম মনে হচ্ছিলো আমি মারা যাচ্ছি আর তখন আমি লা-ইলাহ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসুলুল্লাহ পড়তেছি😭
ReplyDeleteআমি স্বপ্নে আমার পাশে বসে একজন পুরুষকে নামায পড়তে দেখেছি
ReplyDeleteআমি অবিবাহিত মেয়ে
আমার মা ১ বছর মারা গেছে।গত কাল রাতে সপ্নে তাকে নামাজ ও কুরান পড়তে দেখেছি।এই সপ্নের ব্যাখ্যা দিতে পারবেন কি?
ReplyDelete